প্রত্নস্থল রক্ষায় কাঁটাতারের বেড়া :
নিজস্ব সংবাদদাতা : দাঁতন
গুপ্তযুগের নিদর্শন মোগলমারি
বৌদ্ধবিহারের প্রত্নস্তূপটিকে ঘিরে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু করল
প্রশাসন। এতদিন অরক্ষিত থাকায় খুঁড়ে তোলা মাটি ও ইট চুরি হচ্ছিল
বৌদ্ধবিহারের। গত ২৭ মে প্রত্নস্থলটি পরিদর্শনে আসেন পশ্চিম মেদিনীপুরের
জেলাশাসক সুরেন্দ্র গুপ্ত, পুলিশ সুপার সুনীল চৌধুরী ও মেদিনীপুরের
প্রাক্তন জেলা জজ মীর দারা শিকো। তখন মোগলমারি প্রত্নক্ষেত্রটির মালিকানায়
থাকা তরুণ সেবা সঙ্ঘ ও পাঠাগারের তরফে জেলাশাসকের কাছে আবেদন জানানো হয়
প্রত্নক্ষেত্রটির চারদিক ঘিরে দেওয়ার জন্য। যদিও এর আগে রাজ্য সরকারের
তরফে প্রত্নক্ষেত্রটির সংরক্ষণের জন্য ৫০ লক্ষ ও একটি মিউজিয়াম তৈরির জন্য
৩০ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। দাঁতন ১-এর বিডিও জ্যোতি ঘোষ বলেন,
“রাষ্ট্রীয় সমবিকাশ যোজনায় জেলাশাসক ২ লক্ষ ৭৪ হাজার টাকা বরাদ্দ করেন
প্রত্নক্ষেত্রটির চারদিকে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য। ২৯০ মিটার
পরিসীমায় ওই বেড়ার কাজ শুরু হয়েছে।” সঙ্ঘের যুগ্ম সম্পাদক অতনু প্রধান
জানান, “মানুষ ও গবাদি পশুর অবাধ বিচরণের পাশাপাশি, স্তূপ থেকে মাটি ও
খোঁড়া ইট চুরি হচ্ছিল রাত-বিরেতে। যার ফলে ক্ষতি হচ্ছিল বৌদ্ধবিহারের
কাঠামো ও স্তূপটির। এ বার সেই সমস্যার সমাধান হবে বলে আশা করা যায়। সঙ্ঘের
পক্ষ থেকে স্তূপটির পূর্ব ও পশ্চিম দিকের বেড়ার বাইরে গাছ লাগানোর
পরিকল্পনা নেওয়া হয়েছে।”
No comments:
Post a Comment